সিলেট চেম্বারে সেমিনার: পরিবেশবান্ধব অটো ব্রিক ও ব্লক উৎপাদনকারীদের সরকার প্রণোদনা দিচ্ছে
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:১৭:৫৭ অপরাহ্ন
ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড এর উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘পরিবেশবান্ধব অটো কনক্রিট মাল্টি ব্রিক-ব্লক মেশিনারি’ বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার মোঃ নাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক বলেন, অটো কনক্রিট মাল্টি ব্রিক ও ব্লক পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তি। বর্তমানে আগুন দিয়ে পোড়ানো ইটের যে প্রচলন রয়েছে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এর মাধ্যমে বায়ু দূষণ অত্যন্ত বেশী হয়। অটো ব্রিক ও ব্লক এখনও ততটা জনপ্রিয় না হওয়ায় ইটভাটায় পোড়ানো ইট দিয়ে এখনও দেশের সিংহভাগ নির্মাণ কাজ চলছে। ইটভাটাগুলোকে সময় ও পরিবেশের প্রয়োজনে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরীর দিকে রূপান্তর করতে হবে। তিনি বলেন, যেহেতু সরকার অটো ব্রিক ও ব্লক উৎপাদনকারীদের প্রণোদনা দিচ্ছে এবং এটি পরিবেশবান্ধব সেহেতু ব্যবসায়ীরা এ খাতে এগিয়ে আসতে পারেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, পরিবেশ দূষণ মোকাবেলা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ বিপর্যয়কে কমিয়ে আনতে পারি। পরিবেশবান্ধব পদ্ধতিতে অটো ব্রিক ও ব্লক তৈরী এবং তা ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে। তবে সিলেটে এ খাতের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক ও ব্লকের কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার এ ব্যাপারে নীতিগত সহযোগিতা করলে এ খাতে উদ্যোক্তা ও এর ব্যবহার বাড়বে।
সেমিনারে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরীর মেশিনারি ও তা ব্যবহারের উপকারীতা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন সেমিনারের বিশেষ অতিথি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মোঃ নাফিজুর রহমান, ইমেক্সকো ইন্টারন্যাশনাল এর ডিজিএম অনিমেশ কুমার গাঙ্গুলি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ইঞ্জিঃ আবু সাঈদ। এছাড়াও তারা উপস্থিত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, আমিনুর রহমান (লিপন), সাবেক সহ সভাপতি ও ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ও সিলেটের ইটভাটা মালিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি