শাহজালাল জামেয়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:২৪:৫৬ অপরাহ্ন
আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এটিএম মাহবুব-এ-এলাহী বলেছেন শারীরিক, মানসিক ও আত্মিক উন্নয়ন হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আত্মিক উন্নয়নকে উপেক্ষা করা হয়েছ্।ে কুরআনের শিক্ষা ছাড়া কোন শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ হতে পারে না। শিক্ষা ব্যবস্থার দুর্বল ভীত আমাদের জাতীয় বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। তারা আর দেশে ফিরবে না। তিনি বলেন নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য ও দলীয় দৃষ্টি ভঙ্গির কারণে মেধাবীরা নিরাশ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককের রোষানলে পড়ে অনেক মেধাবী হারিয়ে যাচ্ছে। শিক্ষকদের বেতন বৈষম্য শিক্ষার উন্নয়নকে ব্যাহত করছে।
তিনি বৃহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নান, আদর্শ শিক্ষক পরিষদ সিলেট মহানগর শাখার সেক্রেটারী আব্দুস শাকুর, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, গভর্নিং বডির সদস্য ড. নুরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র ডা: হোসাইন আহমদ।
সাবেক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল জলিল, নাজমা খানম, কবি বাছিত ইবনে হাবিব, আবুল কালাম আজাদ, কর্মরত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, কলেজ ইনচার্জ (মহিলা বিভাগ) মুর্শেদা আক্তার, বালিকা শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুর রব, এনামুল হক প্রমুখ। পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন আলেমে দ্বীন মাওলানা ওলিউর রহমান সিরাজী। বিজ্ঞপ্তি