শিক্ষক দিবসে এইডেড স্কুলে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:৪০:৫২ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো: আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান নতুন কারিকুলামের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষকদের সামাজিক, আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির লক্ষে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার বেলা ২টায় শিক্ষক দিবস উপলক্ষে দি এইডেড হাইস্কুলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলীর সভাপতিত্বে ও স্বপন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক রোজিনা বেগম, আবুল কাহহার, প্রাক্তন শিক্ষক অভিমন্যু ভট্টাচার্য, সিতেশ চন্দ্র তালুকদার, নিলোৎপল চক্রবর্তী, প্রধান শিক্ষক আব্দুল মঈন খান, ফাহমিদা আক্তার, নিখিল চক্রবর্তী, রীমা খান, মজির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আফনানুল করিম চৌধুরী। গিতা পাঠ করেন ৭ম শ্রেণীর ছাত্র সৌমিত্র সাম্য সমাজপতি, স্বরচিত কবিতা পাঠ করেন সহকারী শিক্ষক মনি দে। বিজ্ঞপ্তি