সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:৪২:০৪ অপরাহ্ন
মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর বলেছেন, আল্লামা ইকবালের কবিতা ও দর্শনে মুসলিম বিশ্ব জেগে উঠেছিল। তিনি শনিবার নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে দার্শনিক, রাজনীতিবিদ আল্লামা ইকবালকে নিবেদিত সংগঠনের ৬ষ্ঠ নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় মাসিক সাহিত্য আসর ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোঃ আব্দুল কাদের, সাংবাদিক সেলিম আউয়াল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সংগঠনের সহসভাপতি আহমদ মাহবুব ফেরদৌস।
এছড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সৈয়দপুর ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দ রেজাউল হক, এডভোকেট সোহেল আহমদ। উপস্থিত ছিলেন চুনী চৌধুরী।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন। বিজ্ঞপ্তি