জগন্নাথপুরে ভিমরুলের কামড়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৭:৪৬:০০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিমরুলের কামড়ে ১ জন নিহত ও পাগলা কুকুরের কামড়ে নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে উপজেলার পৃথক স্থানে ও পৃথক দিনে।
জানা গেছে, গত ৩ অক্টোবর বিকেলে পৌর এলাকার আলখানারপাড় গ্রাম এলাকায় একদল ভিমরুলের কামড়ে গুরুতর আহত হন বয়োবৃদ্ধ সমেদ আলী (৭০)। তিনি পূর্বভবানীপুর গ্রামের বাসিন্দা। পরদিন ৪ অক্টোবর সকালে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না বৃহস্পতিবার তা নিশ্চিত করেছেন।
এছাড়া পাগলা কুকুরের কামড়ে উপজেলার শ্রীধরপাশা, গলাখাল, জগদিশপুর, কামারখাল, মোহাম্মদগঞ্জ ও সাদিপুরসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা তুরন মিয়া, আবদুল কাহার, আলাই মিয়া, সাইফুল ইসলাম, রেজওয়ান মিয়া, তাজুল ইসলাম, রেজাউল ইসলামসহ ৭ জন পুরুষ ৬ জন নারীসহ মোট ১৩ জন আহত হন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ আলী রুবেল জানান, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২ দিনে কুকুরের কামড়ে এসব আহত রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।