সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৯:২৭:০৭ অপরাহ্ন
জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় পাগলাবাজারে আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দের মুক্তি, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূনর্বহালসহ ১১ দফা দাবীতে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাগলাবাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবুল খালেদের সভাপতিত্বে ও সেক্রেটারী দেলাওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি