অক্টোবরে বিএনপির টানা কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৯:৪২:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর থেকে টানা কর্মসূচি পালন করবে বিএনপি। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে।
বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকরাও এই কর্মসূচি পালন করবে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
টানা কর্মসূচি শুরুর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, ১৪ অক্টোবর অনশন, এক দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন ও ১৬ অক্টোবর যুব কনভেনশন হবে।