জামালগঞ্জে শিক্ষক সমাজের সাথে এমপি রতনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:৫১:৫৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জে শিক্ষক সমাজ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সাথে পৃথক মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জামালগঞ্জ প্রাথমিক শিক্ষা সমিতির কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলার শিক্ষক সমাজের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে ও মাতার গাঁও সরকারী প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম সারোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল মুকিত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বি জাহান, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি অতুলচন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাফিজ উদ্দিন প্রমুখ।
অপরদিকে, দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সাথে মতবিনিময় করেন এমপি রতন। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সার্জেট মো: মোশাররফ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এমএ রহিমের সঞ্চালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) আবুল কাশেম, সার্জেন্ট (অব:) মো: আলমগীর কবির, সার্জেন্ট (অব:) আব্দুল বাতেন, সার্জেন্ট (অব:) মাহমুদ, সার্জেন্ট (অব:) নিজাম উদ্দিন, কর্পোরাল (অব:) আ: ওয়াদুদ ও হারিছ উদ্দিন (অব:) ইফতিয়ার (অব:), ল্যান্স কর্পোরাল (অব:) আ: গণি, সৈনিক (অব:) নবাব মিয়া প্রমুখ।