শিক্ষক দিবসে বিরাজ মাধব চক্রবর্ত্তীকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৭:৩৮:০৫ অপরাহ্ন
দি এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত র্যালী ও আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তীকে সম্মাননা জানান দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলী। তিনি তাঁর তোপখানাস্থ বাসায় যান এবং তাকে শিক্ষক দিবসের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এসময় হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ ফয়সল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়সল আলম ও দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এসএ শফি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি