বড়লেখায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৭:৩৭:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে বড়লেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল পরবর্তী কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রকৃতি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, সহ সাধারণ সম্পাদক সুজিত দাস, বড়লেখা যুব ঐক্য পরিষদের সদস্য সজল দেব নাথ প্রমুখ।