হলিয়ারপাড়া ইউনাইটেড ফুটবল ক্লাব গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৭:৩৯:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে হলিয়ারপাড়া ইউনাইটেড ক্লাব নামে নতুন একটি ফুটবল দল গঠন করা হয়েছে। এলাকার তরুণ ফুটবলারগণ মিলে এ নতুন ক্লাব গঠন করেন।
নবগঠিত হলিয়ারপাড়া ইউনাইটেড ফুটবল ক্লাব এর নেতৃবৃন্দরা হলেন, ইমদাদ আহমেদ, রেদুয়ান আহমেদ, দুলাল আহমেদ, রাসেল আহমদ, এমদাদ আহমদ, জুবেল আহমদ, ফারহান আহমদ, লিটন মিয়া, ফয়সাল আহমদ, উজ্জ্বল দাস, আনিউর আহমদ, মুন্না আহমদ, রিপন মালাকার, মাহিন আহমেদ ও মোস্তাকিন আহমদ।
এদিকে-নব-গঠিত হলিয়ারপাড়া ইউনাইটেড ফুটবল ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজাদ খান ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আশিকুর রহমান প্রমূখ। এ নব-গঠিত হলিয়ারপাড়া ইউনাইটেড ফুটবল ক্লাব মিরপুর ইউনিয়ন সহ পুরো জগন্নাথপুর উপজেলাবাসীর জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিনন্দন জ্ঞাপনকারীরা।