একদিনের মাথায় ভাঙা হলো নগর আ’লীগের ৬টি ওয়ার্ড কমিটি
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ৭:৩২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহানগর আওয়ামী লীগের ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় এগুলো স্থগিত ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
তিনি বলেন, সাধারণ সম্পাদক আমাকে রিকুয়েস্ট করায় আমি এই ৬ কমিটি অনুমোদন দিতে সম্মত হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনাটি আসে। তাই এগুলো বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর আদেশ শিরোধার্য্য। তাঁর আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। আসলে এই ৬টি কমিটির বিষয়ে আমাকে ভুল বুঝানো হয়েছে।
জানা যায়, নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা করেন সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
৬টি ওয়ার্ড আওয়ামী লীগে আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিলো তারা হলেন- ২৮ নং ওয়ার্ডে আহবায়ক মো. গৌছ মিয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ, মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট। ২৯ নং ওয়ার্ড আহবায়ক তাহসিন আহমদ দীপু, যুগ্ম আহবায়ক মো. আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন, মো: মাজহারুল ইসলাম শাকিল। ৩০নং ওয়ার্ডে আহবায়ক মো. ফজলুল করিম হেলাল, যুগ্ম আহবায়ক মো. বদরুজ্জামান শিশু, প্রমথ দাস, আফতাবুল কামাল রেকি। ৪০নং ওয়ার্ডে আহবায়ক মো: শাহজাহান রহিম , যুগ্ম আহবায়ক মো: শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন, মো: সাদেক আহমদ। ৪১নং ওয়ার্ডে আহবায়ক আনা মিয়া, যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম রফু, মোহাম্মদ খসরুজ্জামান। ৪২নং ওয়ার্ডে আহবায়ক আব্দুর রহমান আনা মিয়া, যুগ্ম আহবায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, গুলজার আহমদ ও মতিউর রহমান।
এদিকে, প্রধানমন্ত্রীর ‘নির্দেশ উপেক্ষা’ করে এই ৬টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের নাম ঘোষণা করায় তোলপাড় শুরু হয় এবং ক্ষুব্দ হন আওয়ামী লীগের হাইকমান্ড। পরে তড়িঘড়ি করে এই ৬টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।