সিলেটে দুইদিন ব্যাপী সনাক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ৭:৩৪:৪৩ অপরাহ্ন
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কার্যকর প্রয়োগের দাবি
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কার্যকর প্রয়োগের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত নাগরিকদের দুর্নীতি বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)’রসদস্যবৃন্দ। ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার: নাগরিক ভাবনা’ শ্লোগান নিয়ে সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত সনাক আঞ্চলিক সম্মেলনে উপস্থিত সদস্যগণ এ দাবি জানান।
সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৯টি সনাক’র শতাধিক সদস্যের উপস্থিতিতে ২দিনব্যাপী দুর্নীতি বিরোধী এই আঞ্চলিক সনাক সম্মেলন শনিবার শেষ হয়েছে।
সনাক সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস এবং সনাক সিলেটের সভাপতি সমিক সহিদ জাহান। সম্মেলনে সনাক-সিলেট, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, ময়মনসিংহ, মুক্তাগাছা, জামালপুর, নালিতাবাড়ী, গাজীপুর এবং কিশোরগঞ্জ এর ৩০ জনপ্রতিনিধি ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার ও দুুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন: নাগরিকভাবনা’ এবং টিআইবি’র চলমান কার্যক্রমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন সফল করতে করণীয় বিভিন্নদিক তুলে ধরেন।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দুর্নীতিতে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয় না। জাতীয় সংসদকে আরও কার্যকর করার উপর গুরুত্বারোপকরে তিনি বলেন,সরকারের সংস্থাগুলোকে দুর্নীতি প্রতিরোধে এক সাথে কার্যকর ভূমিকাপালন করতে হবে। বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ বা প্রয়োজনে নতুন আইনিকাঠামো গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে; পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে।
“দুর্নীতি, দারিদ্র্য, অবিচার: নাগরিকভাবনা’ শীর্ষক আলোচনায় সনাক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সনাক সিলেটের সদস্য এবং সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সনাক শ্রীমঙ্গলের সদস্য এবং সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, সনাক সুনামগঞ্জের সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, সনাক ময়মনসিংহর সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সনাক মুক্তাগাছার সদস্য ও সাবেক সনাক সভাপতি মো: আব্দুস সবুর, সনাক জামালপুরের সহ-সভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামান, সনাক নালিতাবাড়ীর সভাপতি এন এম সাদরুল আহসান, সনাক গাজীপুরের সদস্য হাসান আলী এবং সনাক কিশোরগঞ্জের সভাপতি ম.ম.জুয়েল প্রমুখ।
দুর্নীতিবিরোধীকার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞত াএবং চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সিলেটের সদস্য এনায়েত হাসান মানিক, শ্রীমঙ্গলের সদস্য জিডিসন প্রধান সুছিয়াং, সুনামগঞ্জের সহ-সভাপতি অ্যাড. খলিলর হমান, ময়মনসিংহের সদস্য তসলিম উদ্দিন আহমেদ, মুক্তাগাছার সহ-সভাপতি একেএম মাহবুবুল আলম রতন, জামালপুরের সভাপতি অজয় কুমার পাল,নালিতাবাড়ীর সদস্য মশিউর রহমান মুসা, গাজীপুরের সহ-সভাপতি সোলাইমান হোসেন খানএবং কিশোরগঞ্জের সদস্য ও টিআইবি সাধারণ পর্ষদের সাবেক সনাক প্রতিনিধি এ্যাড. মায়া ভৌমিক প্রমুখ।
মুক্তিযুদ্ধের চেতনায় সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তাগণ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও আইনেরকার্যকর প্রয়োগ নিশ্চিত হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। বিজ্ঞপ্তি