জৈন্তিয়া ছাত্র পরিষদ যুক্তরাজ্য সংগঠনের আংশিক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ৮:১৬:৫৯ অপরাহ্ন
বৃহত্তর জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়াসমূহ আদায়ের আন্দোলনে যুক্তরাজ্যে বসবাসরত জৈন্তিয়ার শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে “জৈন্তিয়া ছাত্র পরিষদ, যুক্তরাজ্য” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শুক্রবার লন্ডনের ব্রিকলেনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের উপদেষ্টা খসরুজ্জামান খসরু একটি আংশিক কমিটি অনুমোদন করলে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এছাড়াও উক্ত সভায় সংগঠনের মূল দাবিগুলো চূড়ান্ত করে পাঁচ দফার একটি নীতিমালাও গৃহীত হয়। সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- বৃহত্তর জৈন্তিয়াবাসীর জন্য স্বল্পমূল্যে গ্যাসের দাবি, জৈন্তিয়াবাসীর স্বার্থ ও পরিবেশ রক্ষা করে পাথর কোয়ারীসমূহ চালুর দাবি, অন্যান্য প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে গণস্বার্থ নিশ্চিত করে ইজারা প্রদানের দাবি, ইজারাকৃত প্রাকৃতিক সম্পদের ব্যবহার-ভোগ দখল ও ব্যবসার ক্ষেত্রে শতভাগ নিয়ম ও শর্ত রক্ষার দাবি, সকল গণবিরোধী ইজারা বাতিলের দাবি এবং ইজারা বহির্ভূত উপায়ে নানান অবৈধ প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধের দাবি ইত্যাদি।
সংগঠনের আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি: আসিফ আযহার, সহ-সভাপতি: মনির আহমেদ সৈকত ও রুমন হোসাইন, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান সোহান, নুরুল মোত্তাকিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সবুজ এবং সদস্য আব্দুল আহাদ ও সোহেল রানা। বিজ্ঞপ্তি