ইলেকট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ৮:৪৫:৪০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর আওতাধিন সিলেট সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিলেট-৪৮ এর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও সীরাতুন্নবী কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু।
শ্রমিক নেতা মোঃআতিকুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেডারেশনের সিলেট মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সভাপতি এটিএম খসরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন জিম্মাদার, শ্রমিক নেতা রায়হান আহমদ, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের শিবগঞ্জ শাখা সভাপতি মোঃ আসাদুল হক আসাদ প্রমূখ।
সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান মোঃ আতিকুল ইসলাম, ২য় আল মাছুম, ৩য় মতিউর রহমান, ৪র্থ মোঃ ফয়সাল আহমদ ও ৫ম স্থান অধিকার করেন মোঃ ইব্রাহিম বাবুল। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মহানগরীর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। বিশ^নবী (সাঃ)- শরীরের ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরী পরিশোধের কঠোর নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় শ্রমিকরা সবচেয়ে বেশী লাঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠীতে পরিনত হয়েছে। এর মূল কারণ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত নেই। তাই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনে সকল শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বিজ্ঞপ্তি