ইসরাইলের নির্বিচারে হামলায় নিহত ২৩২ ফিলিস্তিনি, আহত ১৭ শতাধিক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৩৫:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ফিলিস্তিনে নির্বিচারে চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৭ শতাধিক।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, আকাশ থেকে বোমা হামলা বাড়িয়েছে ইসরাইল। আবাসিক ভবনগুলোকে লক্ষ করে হামলা করা হচ্ছে।
তিনি জানান, ১৭ বছর ধরে অবরুদ্ধ গাজার অধিবাসীরা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না। পরিস্থিতি এত জটিল যে, মাথা গোঁজার কোনো স্থান নেই।
এদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সকে লক্ষ করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অনেক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।
ফিলিস্তিনি এ বার্তা সংস্থাটির একজন প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স স্টেশনে সরাসরি আক্রমণ চালিয়েছে ইসরাইলি বোমারু বিমান।
এদিকে, অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে আলজাজিরার অপর এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরাইলে হামাসের হামলার সেখানকার ৪০ জন নিহত হয়েছে।
এর আগে শনিবার (৭ অক্টোবর) ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ইসরাইলে ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরাইলের ভেতরে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র যোদ্ধারা। এর পরপরই বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে জিম্মি করা হয়েছে বলে ঘোষণা দেয় হামাস।