ছাতাপীর স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৫:৪৫:৫৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদ’ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মীলাদুন নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কৃষকদের মধ্যে ছাতা বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নয়াবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও পরিষদের উপদেষ্টা মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম সুলেমান ও সাইফুর রহমানের যৌথ পরিচালনায় শনিবার বিকাল ৩ টায় কুলাউড়া পৌরসভা হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কেন্দ্রীয় তালামীযের সাবেক অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, গণকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি কাজী মখলিছুর রহমান, স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা এবাদুর রহমান, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছাব্বির আহমদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন, পৌর তালামীযের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি আব্দুল মুবিন জিহাদী, স্মৃতি পরিষদের সহ-প্রচার সম্পাদক মুক্তাদির মজিদ চৌধুরী ফাহিম, ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জয়চন্ডি তালামীযের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ সিদ্দিক প্রমুখ।
পরে স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও হযরত ছাতাপীর রহঃ এর মুরিদীন মুহিব্বীনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৫০ জন কৃষকের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।