বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির চার সদস্যকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৬:৩৮:৪০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির কেন্দ্রিয় কার্যকরি কমিটির চার সদস্যকে স্বদেশ আগমন উপলক্ষে শুক্রবার রাতে বড়লেখা উপজেলা ও পৌরসভা কমিটি সংবর্ধনা দিয়েছে। সংবর্ধিতরা হলেন, মোহাম্মদ মাহির উদ্দীন, আব্দুস শহীদ, ইসলাম উদ্দিন ও শামিম আহমদ (ছালিম)।
বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির সদস্য মাহির উদ্দিনের সভাপতিত্বে ও জামিল আহমদের সঞ্চালনায় পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি সদস্য ফয়েজ আহমদ, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন, সাংবাদিক মস্তফা উদ্দিন, বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির সদস্য জমির উদ্দিন, মো. শাহাব উদ্দিন, আহমেদ জাকারিয়া প্রমুখ।