স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৬:৫২:৪১ অপরাহ্ন
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কান্ডারি। তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই উচ্চশিক্ষার ভিত্তি।
তিনি রোববার কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সকাল ১১টায় কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কলেজ শাখার প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল ও অভিনন্দন কার্ড দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এরপর স্কলার্সহোম মেজরটিলা কলেজ নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকদের পরিচয় তুলে ধরা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন এবং জীববিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি