সুনামগঞ্জে রেল আনবো, বিমান বন্দর করবো: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৮:১৪:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি কাজের মানুষ। কাজের দিকেই আমার মনোযোগ বেশি, আমি কাজকেই বেশি পছন্দ করি। আমার মাথায় এখন কাজ করছে কীভাবে সুনামগঞ্জে রেললাইন নিয়ে আসবো। অবশ্যই সুনামগঞ্জে রেল আনতে হবে। আর এই রেলকে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে পাঠাতে হবে। এ নিয়ে আমি কাজ করছি। আমার আরও একটি চিন্তা মাথায় আছে। ছোট করে হলেও একটি বিমানবন্দর সুনামগঞ্জে স্থাপন করতে হবে। সুনামগঞ্জ গান, কবিতা আর হাওরের শহর, পাশাপাশি এ শহর পানিরও শহর। তাই একটি ভালো জায়গায় এটি স্থাপন করতে হবে। আগামী সরকার আওয়ামী লীগ গঠন করলে এসব বাস্তবায়ন হবে।
শনিবার রাত ৮ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দৈনিক সুনামগঞ্জের খবর এর একযুগে পদার্পণ উপলক্ষে সুধী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি হাওরপ্রেমী মানুষ। আমাকে একথা বলতেই হবে ভাটি আর পানির এলাকার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এতো মায়া এর আগে কেউ দেখান নি। দেশে অনেক উন্নয়ন হচ্ছে। আরও উন্নয়ন হবে। সুনামগঞ্জের অনেক উন্নয়ন হচ্ছে, হবে। গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে এসব প্রচার হতে হবে। সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করতে হবে। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়ক যাবে। এ সড়কের নাম আমরা শেখ হাসিনা উড়াল সড়ক দিতে চেয়েছি। কিন্তু তিনি তা মানেন নি। সরকার উন্নয়ন করেন। হাওরের উন্নয়নে শেখ হাসিনা খুবই আন্তরিক। সকলের সহযোগিতা থাকলে সুনামগঞ্জে আরও অনেক বড় বড় উন্নয়ন হবে।