আম্বরখানা স্বপ্নে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৮:২৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর আম্বরখানায় সুপারশপ স্বপ্নে রোববার অভিযান চালিয়েছে বিএসটিআই বিভাগীয় অফিস। এসময় জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চিকেন নাগেটস পণ্যের অনূকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে তাদের এই জরিমানা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং রাইসুল ইসলাম অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।