গোয়াইনঘাটে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৮:২৬:৪৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: অবিরাম বর্ষন আর পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। উনাই হাওর ভাংগায় মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবারও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আশ্বিনে আষাঢ়ের মত অবিরাম বর্ষনে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে অনেক আমনের মাঠ। স্থবির জনজীবন। উপজেলার পিরিজপুর সোনার হাট সড়কের উনাই হাওর ব্রীজ নির্মানের নামে সৃষ্ট ভাংগায় নামেমাত্র বিকল্প সড়কটি আবার নিমজ্জিত হওয়ায় কয়েক হাজার মানুষের অন্তহীন দূর্ভোগ বেড়েছে। ৮ কোটি টাকার বেশী ব্যয়ে ব্রীজটি নির্মানের কাজ শুরু হয় গত বছরের প্রথম দিকে। সাধারণ মানুষের অভিযোগ এখনও ঠিকাদার ১০ ভাগ কাজও সমাপ্ত করতে পারেনি। বিকল্প সড়কটি সঠিকভাবে নির্মিত না হওয়ায় সামান্য ঢলের পানিতে নিমজ্জিত হয়ে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর একটু বৃষ্টি হলেই বিকল্প সড়কে যান চলাচল ব্যহত হয় সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে। শুক্রবার রাত থেকে অবিরাম বর্ষনে নেমে আসা অকাল ঢলে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের যোগাযোগে বাড়িয়ে দিয়েছে দুর্ভোগ। অনেক আমন ফসলের মাঠে পানি উঠেছে। গোবাদি পশু চরানো ব্যহত হচ্ছে কৃষকদের। শীতকালীন সবজি চাষীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।