সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৫:৩৭:০৮ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে রাজপথে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কামারখাল ব্রীজের সামনে আসার পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তাৎক্ষণিক সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব, সহ সভাপতি নাদের আহমদ, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মো. আনছার উদ্দিন, আ ত ম সালেহ, কৃষকদল আহবায়ক মো: আনিসুল হক, মো. ফুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটারবিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। বিজ্ঞপ্তি