প্রয়াগমহল পুরাতন জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৫:৪১:২২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রীম কোর্ট মাজার জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর আর্দশ বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। তাই আমরা বেশী করে তাঁর জীবন যাপন সম্পর্কে জানতে হবে। এ জন্য মহানবীর জীবনী ও কোরআন হাদিস বেশী করে পাঠ করতে হবে।তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল পুরাতন জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুরব্বী নাজির মিয়ার সভাপতিত্বে প্রয়াগমহল পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা কয়েছ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আজিজুর রহমান, মাওলানা কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা নোমানুর রশীদ তরফদার নোমানী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা কবির আহমদ কাসেমী। এ ছাড়া এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন আলোচনায় অংশ নেন।
প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি