জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৯:০৩:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে কেয়ারটেকার সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে কর্তৃত্ববাদী সরকারকে বিদায় নিতে হবে। জাতি আজ শেখ হাসিনার দু:শাসনের নাগপাশ থেকে মুক্তি চায়। তিনি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
অধ্যক্ষ আব্দুল হান্নান সোমবার অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, জেলা সেক্রেটারী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ আল হোসাইন, হাফিজ নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হাজিম নাজিম উদ্দিন ও আব্দুল কাইয়ুম প্রমূখ। বিজ্ঞপ্তি