কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিতদের শপথ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৬:৩৭:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ পরিচালকদের শপথ পাঠ করান মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।
বিদায়ী চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারঃ) খোকন কুমার সাহার পরিচালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, সমবায় দেশের অর্থনীতির এক মডেল হিসাবে কাজ করছে। সমবায়ীরা শোষিত ও মেহনতি মানুষের অধিকার আদায় করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, গণফোরাম কেন্দ্রীয় নেতা মতাহির আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কমলগঞ্জ ইউসিসিএ লিঃ এর সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন ন-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ও পরিচালক জহিরুল ইসলাম জসিম, সমবায়ী মো. ইদ্রিছ আলী ও আব্দুল লতিফ।
উল্লেখ্য কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ লিঃ)’র গত রোববার (২ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন এবং ৬ পরিচালক মো. ফখরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম জসীম, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম ও স্বপ্না বেগম নির্বাচিত হন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা।