বিয়ানীবাজার হাসপাতালে স্তন ক্যান্সার বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৭:৩৫:৩৯ অপরাহ্ন
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। বিশ্বে বর্তমানে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হন এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যান। এই মরণব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক স্তন ক্যান্সারের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও মিডিয়া কর্মীদের অংশগ্রহণে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘স্ক্রীনিং জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিক্যাল এডভাইজার ডাঃ ফয়েজ আহমদ’র সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নিয়মিত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ এস্তেফসার হোসাইন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র উপদেষ্টা বোরহান উদ্দিন, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, ইনচার্জ ও আরএমও ডাঃ কাওসার রহমান সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।