ফেন্সিডিল-গাঁজাসহ র্যাবের খাঁচায় ২ বিক্রেতা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৮:৩৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমান মাদকসহ পেশাদার দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় ২০০ বোতল ফেন্সিডিল ও ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
গ্রেফতার মাদক বিক্রেতা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত সুরুজ আলীর ছেলে মো: আল-আমীন (৩০) ও সরাইল থানার হেনু মিয়ার ছেলে শামীম (২৬)।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামীদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।