শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৮:৪০:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভার উবাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
তার নাম রবিউল হাসনাইন নিয়াদ (২)। সে ওই এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে।
জানা যায়, সকাল থেকে শিশু নিয়াদকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি জলাশয়ের ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। তৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক নিয়াদকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, পরিবারের লোকজনের অগোচরে জলাশয়ে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।