শিক্ষককে চড় মারা ছাত্রের আত্মসমর্পণ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ৮:৪৭:২৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে শিক্ষককে চড় মারায় অভিযুক্ত সেই ছাত্র আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিনের জন্য আবেদন করেন তিনি। আদালতের বিচারক মুসরাত জেরিন আবেদনটি না মনঞ্জুর করে সাইফুলকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, অভিযুক্ত ছাত্রকে সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত ছাত্রের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষা ও ছাত্র শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্কের উন্নয়ন কিভাবে হয় সে বিষয়ে ম্যানেজিং কমটির আজকের বৈঠক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এরআগে গত রোববার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে কর্তব্যরত শিক্ষক হাতেনাতে ধরে ফেলেন ওই ছাত্রকে। এ সময় শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ছাত্র। একপর্যায়ে শিক্ষককে চড় দিয়ে তিনি পালিয়ে যান।