কার্লাইল সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র আব্দুল হারিদের সম্মানে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৩, ১০:৪১:৩২ অপরাহ্ন
কার্লাইল সিটি কাউন্সিলের বাংলাদেশী বংশোদ্ভুত সিভিক মেয়র কাউন্সিলার আব্দুল হারিদ বলেছেন – বৃটেনে বাংলাদেশী জনগোষ্ঠীর তুলনায় হাউজ অব কমন্সে বাংলাদেশী এমপি কম।বাংলাদেশী কমিউনিটি থেকে আরো এমপি ও মন্ত্রী পাঠাতে হবে ।এজন্য মেইন স্ট্রীম রাজনীতি ও পলিসি মেইকিং এ জড়িত হতে হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন – আমাদের কমিউনিটিকে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হতে হবে। প্রয়োজনে স্বতন্ত্র রাজনৈতিক দল করেও পলিসি মেইকিং এ অংশ গ্রহণ ও ভোট প্রয়োগে সচেতন থাকতে হবে।
কাউন্সিলার হারিদ বৃটিশ বাংলাদেশী হিস্ট্রি এণ্ড হেরিটেজ কাউন্সিল কর্তৃক গতকাল ৯ অক্টোবর সোমবার রাতে তাঁর সম্মানে পূর্ব লণ্ডনে আয়োজিত এক সম্বর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন।
বীর মুক্তিযাদ্ধা এম এ মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা আবুল কাশেম খান ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ডঃ এম এ আজিজ ,আলহাজ্ব নুর বক্স ,মাওলানা রফিক আহমদ , কবি শিহাবুজ্জামান কামাল প্রমুখ।
কাউন্সিল আব্দুল হারিদ আরো বলেন যে -বিগত ১৬বছর ধরে তিনি কার্লাইল সিটি কাউন্সিলের লেবার দলীয় কাউন্সিলার। তিনি রাজনৈতিক সফলতার জন্য হাল ছাড়েননি। এ সিটির ৭৫০ বছরের ইতিহাসে তিনি প্রথম কালো,এশিয়া ও বাংলাদেশী মুসলিম মেয়র । তিনি তাঁর ধর্ম ,বিশ্বাস ,জাতীয়তা ও সংস্কৃতি ধারন করে সাদাদের সমাজে এগিয়ে যাচ্ছেন ।