ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৫:২৭:০৫ অপরাহ্ন
ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে সুরমা মার্কেটের মহানগর কার্যালয় এক আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে ১৩ অক্টোবর সিলেট নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সভায় মিছিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া ১৩ অক্টোবর ঢাকায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ সফলে সিলেটে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই।
ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলামিন, সহ-অর্থ সম্পাদক মোঃ আলামিন তালুকদার, নির্মাণ শ্রমিক সম্পাদক মোঃ সুলতান আহমদ, গার্মেন্টস শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন নৌযান বিষয়ক সম্পাদক আমার কাছু মিয়া সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি