ব্যবসায়ী কামরুলের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৫:২৯:২৮ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ভাতিজির জামাতা, সিলেট প্লাজা মার্কেটের ব্যবসায়ী মেজরটিলা ইসলামপুর নিবাসী কামরুল ইসলাম খোকনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এশার নামাজের পর সিলেট নগরীর টিলাগড়স্থ শফিক চৌধুরীর বাসভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমেদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফী চৌধুরী এলিম, ডা. নাজরা চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার সুয়েব, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিত, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশন জেবীন রুবা, হেলেন আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, শিক্ষানুরাগী আজিজুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজির উদ্দিন, ব্যাংকার টিটু ওসমানী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক তুহিন আহমদ, যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, সিলেট জেলা যুবলীগের সহ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ছফু আহমদ, ওসমানীনগর উপজেলা যুবলীগের সহসভাপতি আরিজ আলী, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, যুবলীগ নেতা হাফিজ উদ্দিন, জিল্লুর রহমান সুজা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক মোশাহিদ আহমেদ, মহানগর যুবলীগের সদস্য এবাদুল হক উবেদ, জাকির নূর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, মারুফ আহমদ, রাহাত আহমেদ, সরফ উদ্দিন সৌরভ, মহরম আলী, রিয়াজুল ইসলাম, সাকিবুর রহমান সামাদ, আলী শাহ, রুবেল আহমদ, রাব্বি, তপু, নাছির, রবিন, মামুন,মাহিন, রাজবির প্রমুখ। বিজ্ঞপ্তি