জগন্নাথপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৭:০২:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে প্রায় এক মাস পর আবারো টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। চলবে আগামী কয়েক দিনব্যাপী। টিসিবি পণ্য বিক্রি শুরু হওয়ার খবরে সুবিধাভোগী কার্ডধারী জনমনে স্বস্তি ফিরে এসেছে। ফলে কমদামে সরকারি টিসিবি পণ্য কিনতে রীতিমতো প্রতিযোগিতা চলছে।
টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মাধ্যমে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ১৫৪৮ ও কলকলিয়া ইউনিয়নের ১৪২১ জন কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। ট্রাক সেলের মাধ্যমে রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজার ও রৌয়াইল বাজার এবং কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া ইউনিয়ন পরিষদ, জগদিশপুর ও মজিদপুর পয়েন্টে বিক্রি করা হবে।
মঙ্গলবার রাণীগঞ্জ বাজারে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করেন রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। এ সময় ইউপি সদস্য তেরাব মিয়া, টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।