মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৭:০৯:৫৮ অপরাহ্ন
সংবাদদাতা: যুক্তরাজ্যস্থ মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের গত দুই বছরের রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি নতুন বৎসরের জন্য কেন্দ্রীয় শুরা কাউন্সিল এবং কেন্দ্রীয় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ ২০২৩-২০২৫ সেশনের জন্য এম. সি. এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন।
এছাড়া ডেলিগেটদের ভোটে নির্বাচিত শুরা কাউন্সিল সদস্যবৃন্দ হলেন, আব্দুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস, আব্দুল মুমিন, আবুল হোসেইন খান, আনজুমান আরা বেগম বিউটি, আছমা খান, দিলওয়ার হোসেইন খান, ডক্টর দিলদার চৌধুরী, ডক্টর মাহেরারুবি, ফজলুল করিম শাহাজান, হামিদ হোসেইন আজাদ, হাসান কাউছার আহমেদ, হাসান সিরাজ সালেকিন, মনোয়ার হোসেইন, মোসাদ্দিক আহমেদ, মুসতাক আহমেদ, নেসার আহমেদ, নুরুল মতিন চৌধুরী, রওশন আরা কবির, সিরাজুল ইসলামহীরা, সৈয়দ তোফায়েল হোসেন। এছাড়া নব-নির্বাচিত ১৬ জন অঞ্চল সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় শুরা কাউন্সিলে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন।
তারা হলেন, আমির আলী, আনোয়ার আলী জিতু, আসাদ আহমেদ, আজাদ মিয়া, এরশাদ উল্লাহ, হাসানুল বান্না, ইমদাদ উল্লাহ মাহবুব, কামাল উদ্দিন, মোহাম্মদ মোস্তাকিম, রাজু মোহম্মদ শিবলী, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ বদরুল আলম, সালাহ উদ্দিন, শরীফুর রহমান, সৈয়দ জমিরুল ইসলাম বাবু, জাহিদ ইসলাম।