আফগানিস্তানে আবারও ৬.৩ মাত্রার ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৭:১৯:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার ভোরে হেরাত প্রদেশে বড় ধরনের কম্পন সৃষ্টি হয়। এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। ধসে পড়ে বহু বাড়ি-ঘর। এখনও অনেকে নিখোঁজ।
বুধবার হেরাত প্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ভূ-কম্পনের কারণে সমতল এলাকাগুলোর কাছাকাছি জেলাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ানের বরাতে এপি জানিয়েছে, ভূমিধসে হেরাত-তোরঘুন্ডির প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত ৮০ জন আহতের খবর পাওয়া গেছে।
সবশেষ ভূমিকম্প আঘাত হানার আগে গত শনিবার ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর আরও একাধিক আফটার শক হয়। তালেবান সরকারের তথ্যমতে, এতে ২ হাজার ৪৪৫ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা