ছয় কারণে নগরে যানজট
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১২:৩০:২১ অপরাহ্ন
এ টি এম তুরাব :
নগরজুড়ে কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। প্রতিদিনই সকাল, দুপুর ও বিকেলে যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। এ যেন যানজটের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই সোবহানীঘাট, উপশহর মেন্দিবাগ এলাকায় যানজট ভয়াবহ রূপ নেয়। এসব এলাকায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে।
এদিকে নগরে যানজট সৃষ্টির জন্য ছয়টি কারণকে চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্তৃপক্ষ। যানজটের কারণগুলো হচ্ছে- অপ্রশস্ত রাস্তাঘাট, ফুটপাত দখল, অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়ির অবাধে চলাচল, নগরের ভেতরের সরকারী ও বেসরকারী স্কুল-কলেজগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা, অবৈধ গাড়ীর স্ট্যান্ড এবং ট্রাফিক আইন মেনে না চলা।
গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সোবহানীঘাট থেকে মেন্দিবাগ ও হুমায়ুন রশীদ চত্বর, জেল রোড থেকে পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড়, মিরবক্সটুলা থেকে চৌহাট্টা মোড়, আম্বরখানা থেকে চৌহাট্টা মোড়, রিকাবীবাজার থেকে লামাবাজার, বন্দরবাজার, কালিঘাট ও মহাজনপট্টি এলাকা, বন্দরবাজার থেকে তালতলা, কাজিরবাজার, আম্বরখানা থেকে মিয়া ফাজিলচিস্ত, নাইওরপুল থেকে মিরাবাজার ও শিবগঞ্জ এলাকা বেলা ১১টার পর থেকে থেমে থেমে তীব্র যানজট ছিল।
নগরবাসীর অভিযোগ, অতীতে নগরে যানজট হলেও সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেত। এখন একবার যানজটে পড়লে আধা ঘণ্টার আগে মুক্তি মেলে না। যানজটের অন্যতম কারণ হলো যত্রতত্র পার্কিং, অপরিকল্পিতভাবে রিকশা, সিএনজি চলাচল ও রাস্তা পাশে অবৈধ গাড়ির স্ট্যান্ড।
জানা যায়, নগরের অন্তত ৫০ স্থানে রাস্তায় মাইক্রোবাস, অটোরিকশা ও ট্রাক স্ট্যান্ড গড়ে তুলেছে পরিবহন শ্রমিকরা। এসব স্ট্যান্ডের কোনো অনুমতি নেই সিটি কর্পোরেশনের। বলতে গেলে কেবল গায়ের জোরেই পরিবহন শ্রমিকর এসব স্ট্যান্ড গড়ে তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে অ্যাকশনে গেলে তারা ধর্মঘটের হুমকি দেয়। ফলে প্রশাসন তাদের কাছে অসহায় হয়ে পড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে যানজট নিরসনে কাজ করছে। প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বেড়ে চললেও অপ্রশস্ত রাস্তাঘাট বড় না করায় যানজট নিরসন করা সহজ হচ্ছে না। বেশিরভাগ বিপণিবিতানে পার্কিং ব্যবস্থা না থাকা, ফুটপাত বেদখল এবং খোঁড়াখুঁড়ি করে রাস্তা ফেলে রাখার কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় যানবাহন যত্রতত্র দাঁড় করিয়ে যেন যাত্রী ওঠানামা করতে না পারে, তা কঠোরভাবে দেখা হচ্ছে।