ইসলামের পথে ফিরতে ছাত্রলীগ ত্যাগ
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৮:০৭:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জীবনকে পরিবর্তন করতেই দ্বীনের পথ বেঁছে নিয়েছেন তিনি। ইসলামের পথে ফিরে আসার শপথ নিয়ে ছাত্রলীগের পদ ছেড়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কামরান হাসান। কামরান হাসান সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া গ্রামের আবু ইউসুফের ছেলে। সম্প্রতি নিজের ফেইসবুক আইডিতে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগপত্র ও আবেগঘন স্ট্যাটাস দেন ছাত্রলীগের এই নেতা।
স্ট্যাটাসে কামরান হাসান লিখেন, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার কোনোটিরই আল্লাহ যে রাষ্ট্রবিধান দিয়েছেন তার সঙ্গে মিল নাই। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো সংগঠন করবেন না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও লিখেন, আল্লাহর ভয়ে আমি আমার দুনিয়ার রঙ-তামাশা চাওয়া-পাওয়াকে বিসর্জন দেবো। এক কথাই আল্লাহ যা যা অপছন্দ করেন তা থেকে সরে আসবো ইনশাআল্লাহ।
কামরান হাসান স্ট্যাটাসে লেখেন, আমি নিজেকে আল্লাহমুখী করে নিলাম। দুনিয়াতে কেউ আমার ভালোও করতে পারবে না, কেউ খারাপও করতে পারবে না। ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়।
দীর্ঘ এই চলার পথে রাগ, ক্ষোভ, কিংবা কারো মনে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিতে সকলের প্রতি অনুরোধ জানান কামরুল হাসান। আর কেউ যদি ক্ষমা করতে না পারে তবে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করলে তার আপত্তি নেই বলেও উল্লেখ করেন। এছাড়াও তিনি সকলকে ইসলামের পথে আসার আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের নীতি ইসলামের বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুম জানান, তার পদত্যাগের বিষয়ে ফেইসবুকে দেখেছি কিন্তু অফিসিয়ালভাবে কোনো পত্র দেওয়ার বিষয়ে জানা নেই। রাজনৈতিক দলের সঙ্গে আল্লাহ যে রাষ্ট্রবিধান দিয়েছেন এর কোনো মিল নাই- এই বক্তব্য তার ব্যক্তিগত মতামত। ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, কামরানের পদত্যাগের বিষয়ে আমি এখনো অবগত নই। বিষয়টি জেনে সভার মাধ্যমে সাংগঠনিক সিদ্ধান্ত নেবো।