সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার পোস্টার নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৮:৫২:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সকল ধরনের ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতীত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকল প্রকার পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো। এ ছাড়া ইতিমধ্যে লাগানো পোস্টার ও ব্যানার আগামী তিন দিনের মধ্যে অপসারণ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।