সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার: বিমান প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৯:২৪:২৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনে বিদেশী পর্যবেক্ষককে স্বাগত জানাবে। তবে বিদেশী কোন শক্তির কাছে সরকার নতজানু হবে না।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ কালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক মানের তৃতীয় বিমানবন্দর টার্মিনাল নির্মিত হয়েছে। বিদেশেও এটি প্রশংসিত হয়েছে। দেশ উন্নত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, পর্যটন খাতকে আকর্ষণীয় করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানকে আরও সমৃদ্ধ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চেয়ারম্যান আতিকুর রহমান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান মাসুদ খান, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি লিটন রায়, মনোজ কান্তি পাল, হরিশ চন্দ্র দেব প্রমুখ।