নগরীতে জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৮:৩৫:৪৬ অপরাহ্ন
ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হওয়ার দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকালে নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, জেলা যুব সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগর সহ সভাপতি মুফতী আলতাফুর রহমান, মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা খাইরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মকবুল হোসেন, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি ইমরান, সামাউন চৌধুরী, সৈয়দ শাকির আলী, বখতিয়ার হোসাইন, তারেক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক রেজাউল হক, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসহাক হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাঈল মুসলমানদের প্রথম কিবলা দখলের পাঁয়তারা করছে। যা সমগ্র মুসলিম সমাজের জন্য দুঃখজনক। ফিলিস্তিনি জনগণের এ দুঃসময়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানো উচিত। বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। বিজ্ঞপ্তি