গোয়াইনঘাটে কিশোর কিশোরীদের উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৮:৫৬:২০ অপরাহ্ন
গোয়াইনঘাটে প্রতিনিধি: গোয়াইনঘাটে নারী ও কিশোর কিশোরীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল হকের সভাপতিত্বে ও শামীম আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আফিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সিএ লুৎফর রহমান, দুপ্রক সম্পাদক আব্দুল মালিক, প্রশিক্ষক রহমত উল্ল্যাহ, তথ্য আপা শামীমা ইয়াসমিন, জেন্ডার প্রমোটর রাসেদা বেগম প্রমুখ।
সভায় উপজেলার কিশোর কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন্ ভাতাভোগী মহিলা, এলাকার নারী ও কিশোর কিশোরীরা অংশ নেন।