তাহিরপুরে দুর্যোগ প্রশমন দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৫:৩০:০২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী পরবর্তি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি। দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার এমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুক্কুর আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিভূধান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মহসিন খান, সাংবাদিক রুকন উদ্দিন সৈকত হাসান, মনিরাজ শাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।