ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৭:১৫:৩১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জালালাবাদ ইমাম সমিতি গোয়াইনঘাটের আয়োজনে শুক্রবার বাদ আসর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল পয়েন্টে পথসভায় মিলিত হয়। সমিতির সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা কবির আহমদ, মাওলানা রহমত উল্লাহ, সাবেক মেম্বার কামালউদ্দিন, মাওলানা মাসুক, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা বাহার উদ্দিন, রুবেল, জাকারিয়া আজমদ প্রমুখ। সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং ইহুদিবাদী ইসরাইলের রিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানান।