এমসি কলেজের সাবেক ৪ অধ্যক্ষ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৭:১৭:৩৮ অপরাহ্ন
মুরারিচাঁদ (এমসি) কলেজের সদ্য সাবেক ৪ অধ্যক্ষকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কলেজের গণিত বিভাগের হলরুমে এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রফেসর মো. সালেহ আহমদ, প্রফেসর পান্না রানী রায়, প্রফেসর মো. আশরাফুল কবীরকে এই সংবর্ধনা দেওয়া হয়। এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কয়েকজনকে বরণ করা হয়।
এমসি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দে-এর সভাপতিত্বে এবং ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ ও সংগঠনের কোষাধ্যক্ষ প্রভাত মালাকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর তৌফিক এজদানী চৌধুরী। এছাড়াও এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি