শাহজালাল বিমানবন্দর থেকে আটক পলাতক বাবলা কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৮:৫৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের একাধিক মামলার পলাতক আসামী বিপ্রজিত গুণ বাবলা (৪০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।
দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার আলমপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গুণের পুত্র বিপ্রজিত গুণ বাবলার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহু টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভুগিরা প্রতারণার অভিযোগে মামলাও করেছেন। কিন্তু এ সকল মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি বৃহস্পতিবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ ফ্লাইট যোগে গোপনে দুবাই পালিয়ে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে মোগলাবাজার থানার ওসি এস এম মাইনুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, আটক পলাতক আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।