জনপ্রশাসনের ৫৮ বিভাগীয় মামলার ৩০টির নিষ্পত্তি হয়েছে
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:১৪:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অধীনে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে দায়ের করা ৫৮টি বিভাগীয় মামলার মধ্যে ৩০টির নিষ্পত্তি হয়েছে। ২৮টি মামলার নিষ্পত্তি এখনো হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন (২০২২-২৩) থেকে বুধবার এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বিভাগীয় মামলা হয়েছে সংখ্যা ৫৮টি। এর মধ্যে ৩০টির নিষ্পত্তি হয়েছে। এখনো নিষ্পত্তি হয়নি ২৮টি মামলা। এছাড়া, ১ হাজার ২৪৬টি অভিযোগের সবগুলোই নিষ্পত্তি হয়েছে।এ সময়ের মধ্যে শৃঙ্খলা ও দুর্নীতিজনিত ১৮ হাজার ৬২৯টি প্রতিবেদন দিয়েছে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ। এছাড়া, ২৪টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির তথ্য পাঠানো হয়েছে।বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২-৯ গ্রেডভুক্ত ১ জন কর্মকর্তা, ১০-১৬ গ্রেডভুক্ত ২ জন কর্মচারী, ১৭-২০ গ্রেডভুক্ত ১ জন কর্মচারী এবং দপ্তর বা সংস্থার প্রধানদের মধ্যে থেকে ১ জনকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।