স্বাধীনতা যুদ্ধে বিএনপি-জামায়াতের কোন অবদান ছিল না : পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৬:০২:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। ২০১৪ সালের মতো জামায়াত-বিএনপি পুনরায় যেন আওয়ামী লীগের কোন নেতাকর্মীর ওপর আক্রমণ করতে না পারে, ভোটকেন্দ্রে নাশকতা চালাতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার সাত বছর পর বিএনপির জন্ম। স্বাধীনতা যুদ্ধে বিএনপি-জামায়াতের কোনো অবদান নেই। বরং তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা রাজাকার, আলবদর ছিল। পাকিস্তানীদের পক্ষ নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনকে ধর্ষণ করেছে। মুক্তিযোদ্ধাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে চারখার করেছে।
তিনি শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগর আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঠালতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন এবং ক্রীড়া ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওসার মির্জা রনি, সাধারণ সম্পাদক রাহিম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিদ আহমদ আজাদ প্রমুখ।