টেকসই উন্নয়নের জন্য পণ্যের মান নিশ্চিত করতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৮:৪৯:৪৮ অপরাহ্ন
মান দিবসে বিএসটিআই ও জেলা প্রশাসনের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
‘সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান’ প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে বিশ্ব মান দিবস।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআইস সিলেটের আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবেই পণ্যের মানের দিকে সবাইকে সচেতন হতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল পণ্য তৈরি এবং ওজনে কারচুপিসহ নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবে সবার আগে বিএসটিআইয়ের সক্ষমতা বাড়াতে হবে। জনবল ও যান সংকট, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পরীক্ষাগারসহ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। তবেই পণ্যের মান ও ওজন নিশ্চিত হতে পারে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি। জেলা প্রশাসক শেখ মো: রাসেল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, ক্যাব সভাপতি মোঃ জামিল চৌধুরী এবং সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট এর উপপরিচালক প্রকৌ: মৃনাল কান্তি বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাবির সহকারী অধ্যাপক আরিফ আহমদ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পণ্যের মান নিশ্চিতে সেববাদানকারী ও সেবা গ্রহণকারী উভয়কে আন্তরিক হতে হবে। টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক মান অনুসরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএসটিআইকে ১৯৭৪ সালে আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এর সদস্য পদ এনে দেন বঙ্গবন্ধু। উন্নত ও টেকসই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পণ্য/সেবার মানের আন্তর্জাতিক অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও টেকসই স্মার্ট বাংলাদেশ গড়তে পণ্য/সেবার মান আন্তর্জাতিক মানে অনুসরণ এবং মান বজায় রেখে রপ্তানি বাণিজ্যের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে হবে। পণ্যের আন্তর্জাতিক মান অনুসরণ করলে শিল্প উদ্যোক্তা ও ভোক্তা উভয়েই লাভবান হবেন এবং পৃথিবী সুন্দর বাসযোগ্য স্থানে পরিণত হবে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্টেকহোল্ডারদের বিএসটিআই’র প্রণীত মান যথাযথভাবে অনুসরণ করে সুস্থ সবল জাতি গঠনে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার বিএসটিআই’র বেশকিছু উন্নয়ন সাধন করেছে এবং সারা দেশে বিএসটিআই’র সেবা প্রাপ্তি সহজ করার জন্য প্রয়োজনীয় জনবলসহ লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আশা করা যায় অচিরেই বিএসটিআই’র সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং এর স্টেকহোল্ডারগণ আরো বেশি উপকৃত হবে।
মূল প্রবন্ধে অধ্যাপক আরিফ আহাম্মদ, ‘সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান’ বিষয়ে জাতীয় মান ও আন্তর্জাতিক মান এর ব্যাখ্যা, প্রয়োজনীয়তা, গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার এ পৃথিবীতে গ্রীনহাউস গ্যাসের প্রভাবমুক্ত উন্নত ও টেকসই পৃথিবী বিনির্মাণে আন্তর্জাতিক মানের গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমেদ বিএসটিআই, সিলেটের ল্যাবে আরো অধিক সংখ্যক পণ্য পরীক্ষার সুবিধা সৃষ্টির জন্য বিএসটিআই, কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
ক্যাব সভাপতি মোঃ জামিল চৌধুরী বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমন্বিতভাবে আন্তর্জাতিক মান অনুসরন করে টেকসই ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ক্যাব, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একত্রিত হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।সিলেট প্রেসক্লাব ইকবাল সিদ্দিকী বিএসটিআইকে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপের কারচুপি রোধে আরো ব্যাপক পরিসরে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিএসটিআই সিলেট এর উপপরিচালক ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান বিশ্ব মান দিবসের ইতিহাস, মান দিবসের প্রতিপাদ্য বিষয়ক তাৎপর্য, বিএসটিআই’র কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআই’র গ্রহণযোগ্যতা, পণ্য ও সেবার মান বাস্তবায়নে সরকারী পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতে বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় মান সংস্থা বিএসটিআই তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।