শীত শীত ভাব শুরু !
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৩৫:০২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: আশ্বিন মাসের ৩০ তারিখ আজ। আর মাত্র একদিন পরই ষড়ঋতু থেকে বিদায় নেবে শরৎ। এরই মধ্যে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা। সিলেটেও এর রেশ দেখা যাচ্ছে। শেষ রাতে মৃদু শীত অনুভুত হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা।
সিলেটের কিছু জায়গায় ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।
স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।শুক্রবার রাতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটক ওয়াহিদুজ্জামানসহ কয়েকজন পর্যটক বলেন, আমরা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে শ্রীমঙ্গলে চা বাগান দেখতে এসেছিলাম। এখানে এখনই শীতের পরশ পাচ্ছি। অথচ ঢাকা ও দক্ষিণাঞ্চলে এখনো গরম। এ অঞ্চলে শীত আগে আসে তা মনে হচ্ছে।
এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।এদিকে, মধ্যরাতে শহরতলী এলাকাসহ গ্রামাঞ্চলে কিছুটা শীতের আবহ অনুভব করা যাচ্ছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ থেকে সিলেট আসছিলেন সুমন আহমদ। তিনি বলেন, শরৎ শেষ হতে চললো। এরই মধ্যে মধ্যরাতে খোলা জায়গায় কিছুটা কুয়াশা লক্ষ করা যাচ্ছে। সঙ্গে শীত শীত ভাব। আবহাওয়ার খুব একটা ব্যতিক্রম না হলে আগামী সপ্তাহ থেকেই এই কুয়াশা বাড়তে থাকবে।
আবহাওয়া অফিস সূত্রে কথা বলে জানা গেছে, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে শীতের আগমন ঘটতে যাচ্ছে সেটা অনুভব করা যাচ্ছে। তবে এই অবস্থা নাও থাকতে পারে। তাপমাত্রা আরো কিছুদিন এভাবে থাকতে পারে, মাঝে মাঝে বাড়তেও পারে। তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা।